ঈশ্বর
---------- রঞ্জন গিরি।
বিজ্ঞান হোক বিজ্ঞানী হোক
সবই ঈশ্বরের দান,
তাঁর অদৃশ্য শক্তির অনন্যতায়
ধরণী ধরবে প্রাণ।
ঈশ্বরের বিচার ঈশ্বর করেন
বিজ্ঞান তাতে করবে কি?
উষ্ণায়ন থেকে বাঁচতে পৃথিবী
দূষণ মুক্ত করছে নয় কি?
হিমবাহ গলা বন্ধ হবে
প্রাকৃতিক প্রকৃতি হবে নির্মল,
স্বজন হারানোর বেদনা রবে
উন্মাদ উষ্ণায়ন হবে দুর্বল।
ধরণীর ভারসাম্য রক্ষা হবে
ঈশ্বরের ইচ্ছে এটাই চান,
পাপহীন পৃথিবী সৃজন হবে
নবীন নতুনত্ব করবেন দান।
আমরা হয়তো থাকবো না আর
আগত নতুন বিশ্ব দেখতে,
সুন্দরের  সমৃদ্ধিতে স্বপ্ন সুধা মাখতে।
                -------- রঞ্জন গিরি।