ঈশ্বর বলে একজন আছেন
তাঁর কাছে না চলে ফাঁকি,
তিঁনি এক নজরে বিশ্ব দেখেন
জ্বলছে যে তাঁর দিব্য আঁখি।


গলদ করে পার পায়নি কেউ
রুষ্ট হন তিঁনি শিষ্টাচারে,
ক্ষমা না করেন তিঁনি কখনো
দুষ্ট মানুষের সৃষ্ট ভ্রষ্টাচারে।


তিঁনি পাপীর পাপের করেন বিচার
সুখের ঘরে লাগিয়ে আগ,
পাপ ধিকিধিকি পাপ জ্বলে হয় ছাই
পাপী যে হয় আগুনে খাগ।


তিঁনি সদা সত্য গুনে সুন্দরে চান
সুবোধে পুষেণ হৃদয় ভরে,
মিথ্যাচার যদি কারোর হয় মধ্যমণি
হৃদয় ভাঙ্গেন তার অন্ধকারে।


সকল দেহে বিরাজেন তিঁনি শুদ্ধাচারে
সৎ ব্যবহারের মানুষ ধরে,
কাঁদেন তিঁনি, সেই মানুষ যদি মত্ত হয়
মনুষ্যত্বকে না যদি খাতির করে।
                 -------- রঞ্জন গিরি।