জনগন জাহান্নামে যাক
জৌলুস বাড়াবো আমার,
সম্ভোগ করবো সুবিধাটা
স্বতন্ত্র থাকবেনা বিচার।


আলাপ-আলোচনা কি হবে
আমি হলাম এক ছত্রপতি,
সহযোগিতাটাই কেউটে সাপ
সখার নিভাতে জীবন বাতি।


ঐক্যতান আর ঐক্যমত
ঐক্যটা দুই সতীনের ঘর,
লক্ষ্য আমার লোক ঠকানো
লক্ষী আপন লজ্জা পর।


কর্মসূচী মোর কাদার মতো
কু-জনই হয় নিত্য সঙ্গী,
রূপায়ন করি যত রূপকথা
সাবলীল থাকে মিথ্যা ভঙ্গি।


স্বচ্ছতা কালিদহের জল
স্বরূপ তার সুন্দর অতি,
মানুষ মুখোশের প্রতিবিম্ব
মনুষ্যত্ব মোর করি ইতি।
               -------- রঞ্জন গিরি।