সজ্ঞাহীন শুয়ে রয়েছে সমাজ
ভবিষ্যতের স্বপ্নে পড়েছে ভাঁটা,
বিপ্লবের কন্ঠরোধ হয় বিদ্বেষে
উদয়-অস্ত উন্মত্ততায় শুধু হাঁটা।


কসাইয়ের কলধ্বনি আজ
শিহরিয়া শুনি দিকে দিকে,
হৃদ্যতা আজ হিমাঙ্কের নিচে
রক্তাল্পতায় ভুগে দেখায় ফিকে।


বিশ্লেষণ হয় বিশেষণের বিশেষণ
চাটুকারিতার চটক দিয়ে,
লক্ষী প্রিয়ার লক্ষী নিংড়ে
লাবণ্য লক্ষী বাঁচে ভিক্ষা নিয়ে।


উন্মেষহীন উত্তরণের উৎসব
বাচালতায় করে বাক্য ব্যায়,
শ্বাসহীন শাসক দৃশ্যমান জীব
কর্তব্য কর্ম জড় বস্তুর ন্যায়।


জন্মদাতার জন্মে সদাই কটাক্ষ
দয়ার তৃতীয় শাবক,কিন্তু দাতা কর্ন,
বিশ্বজোড়া বিবেকবানের তকমা
নেপথ্যে নিজ পেক্ষাগৃহ নির্মম বিবর্ণ।
                      ------- রঞ্জন গিরি।