হে ধর্মরাজ!
যদি, ধর্ম না হয় তব ধোঁকাবাজ
তবে ধরিত্রী কেন আজ ধর্মহীন?
যদি, সবার করো সমান বিচার
তবে রোহিঙ্গারা কেন গৃহহীন?


যদি, স্বার্থহীন সওদাগর না হও
তবে মলিন কেন আজ মানবিকতা?
যদি, ধৈর্য্যতা তব ধূসর না হয়
মতান্তর কেন হয় বিশ্বাসঘাতকতা?


যদি, ভাবনা তব ভগবান প্রদত্ত
তবে ভাব কেন আজ ভারসাম্যহীন?
যদি, উত্তমতার সত্য উন্মেষ চাও
তবে উন্নয়ন কেন উদারতাহীন?


যদি, ভন্ডামি না হয় ভদ্রতা তব
ভোট ভেটোতে কেন দ্বিচারিতা?
যদি, সাম্যবাদে সমস্যা না হয়
কেন নজর এড়াতে নাশকতা?


যদি, বিদ্যায় এতো বিশেষণ বসাও
বিদ্বান বিশেষ্যে কেন কাটমানি?
যদি, মজ্জায় এতো মহত্ব থাকে
তবে মন্দ যোগ্যতা কেন টাকার খনি?


যদি, সব জাতি জাতে মানুষ হয়
তবে জাতিভেদে কেন জোচ্চুরি?
যদি, দীন হলেও তাঁর দামী মেধা
তবে দার সংরক্ষণে কেন বাটপারি?


যদি, পদের পদ্মে না থাকে লোভ
তবে পুলক কেন পুলমাও হলে?
যদি, রাজত্ব চলে রাজার হালে
তবে রিগিং কেন আজ রক্ত খেলে?
                  ---------  রঞ্জন গিরি।