রং মেখে যত রাঘব বোয়াল
রঙ্গ দেখায় লোকে,
এক অঙ্গ তাঁর ত্রিভঙ্গ রূপ
নিজ ধর্ম পিষে চাকে।


ধূমপানে হয় অর্থদন্ড
কেন্দু পাতায় দেয় লোন,
ধূম কোম্পানির উৎকোচে
নেতার বিদেশে বিচরণ।


প্রতিবন্দকতা পলিথিনে
পলিমারে করে আহ্বান,
চিপস গুটখায় স্বাগত
রাজনীতির তোরনে অবস্থান।


মদ্যপানে হয় জরিমানা
করায় হাজত বাস,
পাড়ায় পাড়ায় মদের দোকান
সরকার যোগায় শ্বাস।


সভ্য সমাজের সবুজ বিপ্লব
ঝলসায় ঝিমিয়ে পড়ে,
ঝালদার কথা মাইক্রোফোনে
ঝাঁঝ কমে ঘুষের জোরে।
              --------- রঞ্জন গিরি।