ভূমিষ্ঠ হয়েই ভাঁটার টানে
ভেসে ভেসে চলে জীবন,
ক্ষিপ্রতায় রোগে ক্ষয়ে যায়
শুরু হয় সদাই দেহের দহন।


চড়াই উতরাই পার হতে হতে
জীবন ভেঙ্গে চুরে সব শেষ,
মোহনার মুখেই বিলীন হয়ে
তাঁর সব খেলার থামে রেশ।


ওই সাগর থেকে মহাসাগরে
মিশে যায় সকল দাম্ভিকতা,
বিলীন হওয়া মানুষের ভিড়ে
আগামী হারায় মানবিকতা।


জন্মদাতা আর জন্মদাত্রী
যেমনই চলে ভাঁটার স্রোতে,
আগামীকেও সেই পথ ধরে
অতীত হতে হবে যেতে যেতে।
                   -------- রঞ্জন গিরি।