💐💐💐💐💐💐💐💐
প্রতিশোধ স্পৃহা পাঁপড়ি খসায়
প্রীতিতে পরাগ হয় মিলন,
প্রতিফলিত প্রতিবিম্বে দেখো
পাপ-পুণ্যের কেমন চলন।


ঈর্ষায় ঈর্ষার ইবাদত করে
ইমারতের ইতি ঈর্ষা টানে,
ঈশ্বরের ইরম্মদ ইরার বুকে
ইবলিসও ইনসান বনে।


জিতেন্দ্রিয়ের জিত সংযমে
জয়ে জীবন জৌলুসে ভরে,
যৌক্তিকতা জাগরিত হলে
জাগতিক শক্তি জান্নাত ধরে।


আদিত্যে আমিত্ব অনাদি হাসে
অস্মিতার অমৃতে অগাধ বিষ,
অম্লান বদনের অম্লত্ব নেই
অনুত্বের অহংকার অহর্নিশ।


শিশির শিক্ষায় সাহস বেশি
সমুদ্র শিক্ষায় থাকে আচার,
শীর্ষে উঠলেও শকুনের চোখ
সর্ব সান্নিধ্যে খোঁজে ভাগাড়।
                  --------- রঞ্জন গিরি।