চিত্ত যে মোর চৈত্রের চাতক
দেহ দহনে দাঁড়ায় দানে,
সলিলে সুধায় শ্যাম সাধিতে
প্রীতি চায় প্রকৃতির সনে।


অন্তর আত্মা অতিথী আজ
সুধা সাধে সাধনায় রত,
উদ্যানের উত্তমতা ঊষর তাই
নৈঋতের নগন্য নীতিতে নত।


বিষে বেহুঁশ বিশের বিশে
আবেগ অস্পৃশ্য আত্মীয়হীনে,
নারদ নেমেছে নোংরা নর্দমায়
কৈলাস কর্দমাক্ত কুটিলতা কিনে।


বসন্ত বিদায়ে বিমর্ষতা বৈকুণ্ঠে
আতীন্দ্রিয়তা আজ অবসন্ন,
শরৎ সুধীরের স্নেহাসিস পেতে
খরাজহীনে ক্ষমতা খাতির ক্ষুণ্ন।
                    -------- রঞ্জন গিরি।