অনন্যক অন্যের আরতিতে
অন্নের অভাব হয় মোচন,
কর্তব্যের কটু কারবারি হলে
কর্ম কষ্টে হয় দিন যাপন।


সৎ সাহসের সীমানা সবুজ
সর্বব শক্তি সঙ্গে যে তাঁর,
অসতের অমোঘ অনন্য চিন্তা
অধীর আগ্রহও হয় অসার।


পিনাকীর প্রাণ পার্বতীতে
পবিত্র প্রেমের পূর্ণতায়,
ভালোবাসার ভাবনা ভাল
ভাতারের ভাতের ভদ্রতায়।


সুশীল সততার শুশ্রুষায়
সুনীল সাগরে সুখের বান,
কারুণ্যে কার্পণ্য কদর্য্যতায়
কালের কঙ্কাল করে স্নান।


সূর্য্যের সমান সৎ ও সুন্দর
সু চিন্তাতে চাই শুভ্র জ্যোতি,
ঈশ্বর,ইতর,ইতিহাস,ইত্যাদির
ইড়ার ইন্দ্রিয় দেখে ইতি।
               --------- রঞ্জন গিরি।