যদু বংশের জাদু কোথা,
গোপীনারীর আতঙ্ক হেথা।
মরছে রাধা কেঁদে কেঁদে,
কংস ছানা রাখছে বেঁধে।
বাবলা বনে ছাবলা ঝোলে,
তারাই নাকি শ্রী কৃষ্ণ বলে।
ওদের চক্ষু আতশ কাঁচ,
কোথায় গোপীনী করে আঁচ।
কদম তলায় বাদাম ছাড়ায়,
শিস দিয়ে ডাকে ইশারায়।
ছল করে রাধা আনবে জল,
নেই উপায় এখন ট্যাপকল।
ট্যাপের তলায় ত্রিভঙ্গ গোপী,
রাধার জন্য দেয় আত্ম শপি।
বালতি হাতে কল তলায় যেতে,
কংস গোপী চায় তাঁর দেহ ছুঁতে।
তাঁরা মাঠ ফাটায় বিড়ির ধোঁয়ায়,
রাধায় বলে তাঁরা হ্যালো!হায়!
আলসে গুরুর চরণ পূজে,
কর্মতে সদাই ফাঁক খোঁজে।
শ্যামের বাঁশি, শ্যামার অসি,
ওরা হাতে পেলে ভীষণ খুশী।
বাঁশির সুরে ওরা রাধায় পটায়,
বিমুখ হলে অসি উদরে ঢুকায়।
কলির কেষ্ট প্রেমে রাধা ন্যস্ত,
চোখে চোখে প্রেম দূর অস্ত।
           -------- রঞ্জন গিরি।