কল্পনা আমার যাচ্ছে কোমায়
কবিত্ব আজ কেঁদে বেড়ায়,
কলমের কালি ফুরিয়ে গেছে
কর্দমাক্ত মন মোর কর্ম তাড়ায়।


নিকটাত্মীয়া নিষ্পলক চোখে
নিদারুণ কষ্টে নিশি জাগে,
নির্দয় রোগে নিবাস হাসপাতাল
নরক যন্ত্রনায় নির্মলতা মাগে।


আত্মীয়ার ব্যথায় আত্মা কাঁদে
আমিত্বের আমি আজ অর্ধমৃত,
অনাথ মোর অতীন্দ্রিতার সুখ
আমোদের আসমান মেঘে আবৃত।


বৈভবে খেয়েছে বিষণ্নতার বিষ
বিকেল মনে হয় প্রাতঃ বিভা,
বিক্ষোভ চলে মোর বিনম্র চিত্তে
বিরক্তিকর লাগে বিজয়ের শোভা।
                     --------- রঞ্জন গিরি।