কাটমানিতে কাটল সকাল
নাকাল হলো নারায়ন,
দুপুরের সূর্য্য দাপায় যখন
আলগা প্রভুর আপ্যায়ন।


প্রভুর অসিতে প্রভাত ফেরি
চুপিসারে চুরি বাঁশির সুর,
কামনা শেষে কাশী যাত্রা
ক্ষীণ মনে দানেন ক্ষীরপুর।


দুপুরের দৌরাত্বে দানবীয় চিন্তা
পান্তা ভাতে পড়ে লোভ,
নগর নারায়ন না পেয়ে খেতে
খড়গ হাতে দেখায় ক্ষোভ।


বৈকালে বৈভব হারিয়ে যখন
কাটমানির কদর পড়ে চোখে,
বিভীষনেরা বেপাত্তা তখন
জপ করতে বসে যৌবন দেখে।
                   --------- রঞ্জন গিরি।