কেশ কালো কেশব কালো
(তোর) কালী কালো সখী,
আঁধার কালো আঁখি কালো
কালো ওই শীতল বৈশাখী।
(তবে)মোর অঙ্গ কালো বলে
তুই কেন হলি মনে দুঃখী!
কেশ কালো . . . . . . . . . সখী।


কাজল কালো কয়লা সম
কালো যদি চোখের মনি,
কয়লা কালো কালো দেহে
তুই পাবি খুঁজে হীরে খনি!
মোরে কলঙ্কের কালি ছিটিয়ে
(আর)ফেরাস্ না তোর আঁখি;
কেশ কালো . . . . . . . . . . সখী।


তোর প্রেম পত্রের কালি কালো
তবুও ধরিস্ তুই আপন করে,
তোর নজর কালির ভূষা কালো
তুই রাখিস তবু চিবুক জুড়ে।
ওই পয়া ভারি তিল নাকি তোর
(তবু )কেন তুই কালোয় দুঃখী;
তোর কেশ . . . . . . . . . . . . . সখী।
                        --------- রঞ্জন গিরি।