শুধু বিভ্রান্তি!
দীনের ক্লান্তি;
ধনীর প্রশান্তি,
আহা!শান্তি।
গরীব খায় ধাক্কা,ধনী পায় গরীবের আখ্যা।


কাগজে সুখ্যাতি!
রেশন খায় হাতি।
দীনের পেটে লাথি,
বাড়ে ধনী প্রীতি।
গরীবের সব ফ্ক্কা,ধনীর সুরক্ষা পাক্কা।


বিস্ময় এখন!
অন্ত্যদয়ি ধনীজন।
দু টাকার চাল,
খান ভারে গাল।
গরীবের বাঁশের ছিটা,চাল কিনে তেরো টাকা।


যার গোলা ভরা ধান!
মোটা বেতন পান।
দেরাদুন খান,
রেশন বিকতে যান।
তাদেরই খাদ্যে সুরক্ষা!বল তবে কে পায় রক্ষা?
                -----