খাদ্য নেই খাদক আছে
খোঁয়াড় আছে খামার নেই,
খানদানী খাস ভাব আছে
খালি পকেট খাসি চাই।


বাতেলা কথার বুলি আছে
বাসর সাজাতে বাড়ি নেই,
বর সাজতে বাসনা আছে
বাঁসা বাঁধতে খুব ভয় পাই।


মানুষ আছে মনুষ্যত্ব নেই
মাদকতার মাদ চেটে খাই,
মদ আর মধু সমান করে
মায়ের মান যে হাটে বেচাই।


শির নেই তো!শরীর আছে
শব হয়ে শ্মশানে শুয়ে রই,
শর্বরীর চোখে সুরমা এঁকে
শান্তি সুধার সুখ পেতে চাই।


দাস নই তবু দাসত্ব আছে
দলমার উপর দরদী হই,
দান দেই নিজ দক্ষিণ হস্তে
দয়া ভিক্ষার দোয়া চাই।
             -------- রঞ্জন গিরি।