মনের মরীচিকার মর্ম কি!
জেনেও জান নাকি ভাই ঝি?
তোমার ডিগ্রী হাঁকে ছাড়তে ডাক,
ওঁরা মূর্খ হয়েও কোকিল তুমি কাক।
তোমার সমাজ সংস্কার উত্তম অতি,
তোমার কোলে পালন ওঁদের নাতি।
ওঁরা নলেন গুড়ের নবান্ন খাবে,
তুমি নোংরা ঘেঁটে নরকে যাবে।
সাবান ও খোঁজে টাকার স্বাস্থ্য,
কলম কঙ্কাল কারিশমা ত্রয়ী ত্রস্ত।
জানো?শখ করে সিঁধ কাটলে পরে,
চৌদ্দ পুরুষ চোর চণ্ডী পড়ে।
জানোই, মলয় বায়ুর মুলুক কার,
দেহের হাত যাঁর দৈত্যাকার!
সব বুঝেও তুমি শব হতে চাও?
তুমিতো গোলকের গোলকিপার নও।
ওঁরা ওৎ পেতে তোমার ঔরস খাবে,
কখনো ভেকধরে কেঁদে ভড়কে দেবে।
তুমি ভাববে বোধ হয় ভবের প্রধান,
ওঁদের কর্ম গুলো বিধাতার বিধান।
ওঁদের ফন্দি ফিকির ফাঁদের ঝাপ,
ভুল করে না লাগাও খাপে খাপ।
                     ----------- রঞ্জন গিরি।