খুদঘাঁটা ভেবে খুন করলাম
খুদের মালিককে,
খুদঘাঁটা যে পায়েস হবে
বুঝতে পারিনি আগে।


হামগুড়িয়ে পরের হাঁড়ির
হাল ফেরাতে ছুটি,
হালত খারাপ নিজের হাঁড়ির
হাঁ-এ খুদ এলোনা জুটি।


বিশ্ব বাজারে বিভৎসতার
বিভ্রাট ছড়িয়েছি শোকে,
বেতাল আজ বিষণ্নতায়
বেমানান বলে লোকে।


শাক খাওয়াবো তবে শিল্প নয়
শ্যাম বাজাক যতই বাঁশি,
শাল পাতাতে সারটিং খাবো
স্বপ্ন না দেখবো খাসি।


অর্থ যোগাতে ব্যর্থ সন্তানের
অধরা থাকবে তাঁর শিক্ষা,
অনর্থক হবে সদর্থক চিন্তা
অভাবে চাইবো ভিক্ষা।
              ------- রঞ্জন গিরি।