কোজাগরী লক্ষী পূজা,
পূর্ণিমা রাত ভীষণ মজা।
হিন্দুরা ঘরে লক্ষী পূজে,
ভক্তি ভাবে ধ্যানে মজে।
ধন ধান্যের অধিষ্ঠাত্রী,
ভক্ত,ভগবান জাগে রাত্রি।
লোকে বলে মা ধনদাত্রী,
পেঁচা নাকি তাঁর সহযাত্রী।
হূতূম পেঁচা থাকে সাথে,
সে মায়ের "হুঁ"তে "হুঁ"দিতে।
পেঁচা মায়ের বিশ্বস্থ বাহন,
প্রণামি গুনে সে কত কাহন।
মর্তে যেমন নেতার পেয়াদা,
পেঁচাও তুলে লাভের ফেয়দা।
রাত জাগে মা তোমায় ডাকি,
গরীব জনে দিওনা ফাঁকি।
তেলা মাথায় না দিও তেল,
ওরা দেখায় মা অনেক ভেল।
যাঁরা দিন আনে দিন খায়,
তাঁদের ঠাঁই দিও তোমার পায়।
ওরা না করে পূজো আড়ম্বরে,
আরাধনা করে সদা শ্রদ্ধাচারে।
তোমায় নানা পদের উপহারে,
ধনী খাওয়ায় মা অহংকারে।
দীন,জল বাতাসা ফুল দিয়ে,
তোমায় প্রণাম জানায় মাথা নুয়ে।
               --------- রঞ্জন গিরি।