লক্ষী লাভে লক্ষ্মী পূজো
অলক্ষ্যে অনাদি হাসে,
ঘর লক্ষী ঘর পায়না আজ
পণের হেতু সে পরবাসে।


ঘরের লক্ষ্মী দিয়ে ঘট লক্ষ্মী
প্রতুলতায় পায় পূজা,
অবহেলায় অলক্ষী বলে
ঘরের ঘরণী পায় সাজা।


ননী মাখন নৈবেদ্য সাজাই
মাটির লক্ষ্মীর মন পেতে,
রক্তের লক্ষ্মী রোজকার দিন
পান্তা পেঁয়াজ না পায় খেতে।


ধুপ ধুনা আর ধামসা মাদলে
আড়ম্বরে লক্ষ্মীর হয় আরতি,
অনাড়ম্বরে অযত্নে জীব লক্ষ্মী
অভিমানে হয় আত্মঘাতী।
              --------- রঞ্জন গিরি।