তুমি ভুল ভাঙ্গতে ভুল করলে
আমায় মালা দিয়ে,
আসল সোনা ভাবলে যে তুমি
নকল সোনা নিয়ে।
তোমার অঙ্গের নকল সোনা
দেখবে লোকে চেয়ে,
বলবে তোমায় আসলে ছেড়ে
নকলে করলে বিয়ে।
তুমি................... মালা দিয়ে।


রঙ করা ওই মুখখানা তুমি
দেখলে বাহির থেকে,
চকচকে ওই দামী পোশাক
শরীর আছে জুড়ে।
যত দেহের নোংরা আবর্জনায়
রেখেছি আঁতর ছড়িয়ে।
তুমি.................... মালা দিয়ে।


শুধু ভেবেছ তুমি গরব করে
বলবে লোকের কাছে,
আমার প্রিয় হয় সেরার সেরা
জগতে যত মানুষ আছে।
খড়ের পুতুল মাটির প্রলেপ
জানেনা তো মোর প্রিয়ে।
তুমি.................... মালা দিয়ে।
                 --------- রঞ্জন গিরি।