বন বাদারে নেইতো ফণী,
ফণীযে এখন ভদ্র প্রানী;
মানুষের সাথে ঘুরছে সেতো
মানুষের চেয়ে ভীষন জ্ঞানী।


গা ঘেঁষে ঘেঁষে চলছে পথে,
গরল ছড়ায় হাঁসির সাথে;
স্বার্থ খুন্নে ফোঁস করে সে
ছোবল মারে সে বিষ দাঁতে।


শ্রী কৃষ্ণের চরন মস্তকে যার,
কু-বিচরণের ভয় কি তাঁর;
মস্তকে তিঁনি ধরবেন ছাতা
বিষ বৃষ্টি থেকে করবেন আড়।


গরলে গরলে নীল সে করে,
নীলকন্ঠও দেখে ভয়ে মরে;
আমরাও তো সেই কোন ছার
ফনীর ফনা কেউ ধরতে নারে।
                ------ রঞ্জন গিরি।