মেয়াদ ফুরালে!
------ রঞ্জন গিরি।
বসত যে মোর
         পরের বাটে,
তবু অহং নিয়ে
           আছি ঠাটে।
মেয়াদ ফুরালে
         পালাতে হবে,
ঠাট-বাট সব
           চলেই যাবে।
আবযব প্রভু
            নিয়ে খুলে,
পাঠাবেন তিনি
             অন্য কূলে।
লোভ, হিংসা
            অহং মোহে,
বিদায় নেবে
             নশ্বর দেহে।
পড়শিরা হবে
              শুদ্ধ স্নানে,
না চিনবে মোরে
           আপন জনে।
         ------ রঞ্জন গিরি।