চিনি বিনা নলেন গুড়
পাওয়া বড়ো দায়!
ভেজাল বিনা ভাব
ভাবা কি আর যায়?


সাধ হীন সাধু জন
কখন কি দেখেছ?
ধান্দা হীন ধনী বাবু
নাম কি তাঁর শুনেছ?


ব্যাধ না হয়ে ব্যবসা?
পেটে ভেজা ন্যাকড়া!
মিথ্যা বিনা মকর্দ্দমা
ধরে না কি ব্যকড়া?


শ্রী যুক্ত শিক্ষা আজ
বড়ই দেখি বেমানান,
ভুষিমলের ভূষনেই
মেধার মেধা অসমান।


মিথ্যা বিনা মানুষে!
পাগল বলে লোকে,
সত্য নিয়ে সুখ শখে
ফুটপাতে বিড়ি ফুঁকে।


রক্ত বিনা রাজনীতি!
এটা কখন হয় নাকি?
ভণ্ডামি ছাড়া ভোট!
খরগোশও দেয় উঁকি।
             ------ রঞ্জন গিরি।