বিভোর হইয়া বসনে মজিয়া
আমি ঢাকিয়াছি নাঙ্গা রূপ,
লবনাক্ত ঘামে লজ্জা বিহীনে
উড়াইয়া দিয়াছি সুগন্ধী ধূপ।


মোরে তালি দিয়া বলিয়া আহা!
প্রেম ভরে সুবোধ সমন্ধ করে,
অন্দরে দুর্গন্ধ না ছাড়াইবার হেতু
মোর হৃদয়ে করুণার তরঙ্গ ঝরে।


দেখি দাদের দাপট দেহে মোর
চরিয়া চলিয়াছে সদা অহরহ,
চুলকাই ত্বক খসখসে করিয়া
তারে লুকায়েছি পবিত্র বস্ত্র সহ।


নিকৃষ্ট,নিষ্ঠাবান গোসাই আমি
পবিত্র গঙ্গাজলে করিয়া স্নান,
গোবর জলে ধৌত করিয়া অঙ্গ
দেখাইয়াছি আমি মহা বিদ্বান।
            -------- রঞ্জন গিরি।