নাকটা যে হয়
                বড়ো বেঈমান
নগর জাগায় রাতে,
পড়শীরা সব
               পালিয়ে বেড়ায়
নাক ডাকার উৎপাতে।


সাথী যে বড়ো
              সমস্যায় ভোগে
চাপায় বালিশ কানে,
নেই চোখে ঘুম
               রেগেই আগুন
স্বস্তি নেই তাঁর মনে।


শব্দ দূষণে
           শোরগোল পড়ে
দূষণ রোধে বিধি বাম,
হাল ফেরাতে
                হাজার বৈদ্য
ছুটছে মাথার ঘাম।


নাক ডাকার এই
                 সঠিক নিদান
কেউ কি দিতে পার?
ডাক্তার বৈদ্য
              সব গেল চলে
অস্বস্তি হলো গাঢ়।
             -------- রঞ্জন গিরি।