যখন       নতুনের তোমরা নবান্ন করো
                ফুর্ত্তি করো ফুল দিয়ে,
তখন       ফুল বাগিচার ওই ফুলেশ্বরীর
               আঁত ভরে এঁটো খেয়ে।


যখন       ডিজে বাজাও দিনের বেলা
                ডিগবাজি খাও ঝাউ তলে,
তখন       পাগড়ী বেঁধে পারমিতাদের   
                একশ দিনের কাজ চলে।


যখন      তোমরা মদ, মাংসে মাতাল হয়ে
               মনের সুখে নেচে ধরো গান,
তখন      নূর মহম্মদ আর নবীন মুচি বউ
               নুন দিয়ে ভাত মেখে খান।


যখন      তোমরা রঙ মশলায় রাঙ্গাও আকাশ
              রাতে দেখাও রঙিন রামধনু,
তখন     পোশাক হীনে শীতে পিকুর ছেলে
              নেংটা থেকে দুলায় নুনু।


যখন     পাশ বালিশ নিয়ে পালঙ্কে শোও
           থাকে পালকের কম্বল গায়ে,
তখন।    কুঁড়ে ঘরের বুড়ি শীতে কুঁকড়ায়
           সে যে খড়ের বিছানায় শুয়ে।


যখন     তোমরা লব্যচষ্য আর লুচি মণ্ডায়
              উদর ভরিয়ে উগরে ফেলো,
তখন     দীনের বাড়ির ছেলে দীননাথ দারু
             খোঁজ নিয়েছ কি কিবা খেলো?
                 ----------- রঞ্জন গিরি।