বলুন?
কার শাপ!      নিম্নচাপ,
বলি বাপ,   একটু ধাপ।
সে যে- -
তুই এলে,    কৃষি জলে,
কৃষক মলে,  হরি বলে।
তোর লাগি- -
দেশ বাসী,     নয় খুশী,
নষ্ট কৃষি,  কাড়িস হাঁসি।
মোরা- -
কিবা খাবো,  কষ্ট পাবো,
কোথা যাবো,ভিক্ষা চাইব?
তাতে- -
নেতা হাঁসে,   ঠান্ডায় বসে,
প্যাঁচ কষে,    কেমন শুষে!
যখন- -
আসবে বান,    দেবে দান,
তা নেতা খান,   যায় প্রাণ।
ভয়ে- -
লক্ষী পেঁচা,      বলে বাঁচা,
খুলে কাছা,       মন্ত্রী চাচা।
ওরা- -
মেরে ঘাড়ে,       সব কাড়ে,
বেঁধে খোঁয়াড়ে,ফেলায় হোড়ে।
যদি- -
নেতার মান,        মারি টান,
আষাঢ়ের ধান,  চৈত্রে পান।
যখন- -
বন্যা চরম,         কৃষি কম ,
বাজার গরম,   খাচ্ছে যম।
নেতা- -
সদাই ভাবে,     দুর্যোগ হবে,
দান আসবে,  পকেটে রবে।
হে ইন্দ্র!
শস্য বাঁচাও,    বৃষ্টি কমাও,
দুঃখ কমাও,    শান্তি দাও।
                 --------  রঞ্জন গিরি।


e