হায় ভগবান হালত একি!
ভূষণ পেতে ভূতকে ধরো?
হারামীর পায়ে হাত দিয়ে
ভাগ্য ফেরাতে ভাব করো?


ঘুষের নৈবিদ্যে ঘুঘু চরাও
ভক্তের তৈরি ভেঙ্গে বেড়া,
গরু ছাগল ঢুকে তাতে
ভক্তির বাগান করলো নেড়া।


দাসানুদাসের দাসত্ব করে
তেল দাও কি তন্দ্রার বসে?
ব্রহ্মাণ্ডের ব্রহ্ম বলো নিজেকে
কালি মাখো কেন কয়লা ঘষে?


উত্তম পড়ে আছে উপুড় হয়ে
তোমার চরণ করে স্মরণ,
আদিখ্যেতায় অধম জনে
আতিথিয়তায় করো বরণ?


আমিনার গৃহে আমিষ খেয়ে
নিরামিষ তুমি পুষির মতো?
একাদশীতে একাত্ম যাঁরা
তারাই কি তোমার ভীষণ তেতো?
                  --------- রঞ্জন গিরি।