অপরকে অপবিত্র বলার আগে
নিজের পবিত্রতা চাই,
অপদার্থ যদি বলি অপরকে
আগে নিজে পদার্থ হই!
নিজের সততা সাথে নেই
তবু অসাধু বলি অন্যজনে,
নিজের শূন্য মানবিকতা নিয়ে
পরকে বিবেক হীন বলি কেমনে?
নিজের বর্ণ লিখতে কলম ভাঙ্গে
পরকে অশিক্ষিত বলে গালি দেই,
অন্যে অসামাজিক বলার আগে
নিজের সমাজটা আগে দেখা চাই।
নিজে পরের চোখে দেখি
তবু পরকে বলি কানা,
নিজের ঘর চুরি হয়ে যায়
পরের ঘরে দেই হানা।
নিরক্ষর তবু পন্ডিত বলে
অক্ষরে করি শাসন,
সমাজ শিক্ষার নামে উলঙ্গ করে
শিক্ষার কাড়ি বসন।
               -------- রঞ্জন গিরি।