খাতির দিয়ে খ্যাতি নয়
খল বলবে লোকে,
নোংরা দেখে নমস্কার নয়
নর্দমায় মরবে ঢুকে।


তেলিয়ে কভু ত্রৈলোক্য নয়
তিরস্কার জুটবে কপালে,
মৃত্যু নিয়ে কভু মস্করা নয়
মরবে মশার কবলে।


আতঙ্ক দিয়ে আমোদ নয়
অনন্য রবেনা সাথে,
নিবিড়তায় নিংড়ানো নয়
নিঃশেষ হবে পথে।


বৈভব রেখে বৈরাগী নয়
বিশ্বাসও বিরক্ত হবে,
মমত্বহীন মুন্সিয়ানা নয়
মাতাল হয়ে যাবে।
             -------- রঞ্জন গিরি।