ও কাজল তুমি কেন আমার প্রিয়ায়
                                মজেছ?
তার ওই নীল হরিন নয়ন তুমি কেন
                               কেড়েছ?


ও তাঁর আঁখির জাদু তোমায় আপন
                          করে নিয়েছে,
তাঁর ওই চাউনিতে হৃদয় আমারও
                   অবশ হয়ে পড়েছে।
তোমার ওই কৃষ্ণ বরণ কলচে দিয়ে
                 তাঁরে জড়িয়ে ধরেছ!
তাঁর ওই নীল হরিন নয়ন তুমি কেন
                               কেড়েছ?


আইণালা আর মাসকারা
               যতই এসে ভিড় করুক,
তোমার ছোঁয়া না পেলে
             প্রিয়ার মনে নাইতো সুখ।
তাঁরে তুমি কি মন্ত্র দিয়ে এমনই যাদু
                                 করেছ?
তাঁর ওই নীল হরিন নয়ন তুমি কেন
                               কেড়েছ?
                             ------ রঞ্জন গিরি।