খোকা না হয়ে বুড়ো হতাম
        খুশি হতাম ভারি ,
তফিল ভর্তি থাকত টাকা
         কিনতাম ক্যাটবেরি ।


বুড়ো তখন খোকা হয়ে
          বুঝত পড়ার চাপ ,
পড়ার ঘরে বসিয়ে খোকায়
          কি করেছে পাপ ।


দিবস সদা রাত্রি হতো
          কি না ভালো লাগতো ,
পাঠশালাটায় ছুটি দিয়ে
           বিছানায় রাত কাটত ।


কর্তা বাবু ভয়ে কাবু
         সন্ধ্যা হলে পরে ,
চোর- ছ্যাঁচর বেজায় খুশি
         রাতের অন্ধকারে ।


নারীর ইচ্ছে পুরুষ হবে
         পরের জনমে ,
পুরুষরাজ দেখাবে ভেবে
          ক্ষীর হয় দুধ জমে ।


পুরুষ ভাবে নারী হয়ে
         থাকবো রান্না ঘরে ,
খাব ,শোব ,তাল পাকাবো
         পুষবো বেড়াল দোরে ।


পুশী বেড়াল খুশি হত
           যদি হত বাঘ ,
বনের মধ্যে সবার উপর
         দেখিয়ে যেত রাগ ।


বাঘ ভাবে সে বেড়াল হলে
          থাকত ঘরে বসে ,
টাকুস - টুকুস মানুষ চিবিয়ে
           রক্ত খেত চুষে ।


নেতা ভাবে মন্ত্রী হলে
          সেলাম ঠুকবে লোকে ,
এক ধমকে ইঁদুর গর্তে
           পড়বে নেতা ঢুকে ।


মন্ত্রী ভাবে নেতা হলে
           অনেক হত ভালো ,
জঙ্গির দানায় প্রাণ যেতনা
           মরতো মন্ত্রী গুলো ।


ইঁদুর ভাবে গর্ত খুঁড়লে
         লাগে ভীষণ কষ্ট ,
সাপ হয়ে সে ইঁদুর খেয়ে
        করবে তাদের নষ্ট ।


সাপ ভাবে ইঁদুর হয়ে
         খুঁড়ে লম্বা গর্ত ,
ইঁদুর ,সাপে থাকবে সাথে
           পাবে ইঁদুর খাওয়ার শর্ত ।


যাই ভাবা যায় ওলটপালট
           করার কিছু নেই ,
কারখানা তাঁর ভিন্ন রকম
            যে যাই বলুক ভাই ।
                   ----  রঞ্জন  গিরি ।