নেতা ভাবছে মানুষ মরুক
ডাক্তারেরা যাক ফেঁসে,
ডাক্তার বাবুদের ইগোর লড়াই
ভাঁটা পড়ে বিশ্বাসে।
আলোচনা অর্ধনগ্ন
ভরসা রাখার ভাবলেশ,
মানবতার নকল মুখোশ
তলে তলে মনুষ্যত্ব শেষ।
উস্কে মাথা চুলকায় উকুন
মধুর সম্পর্ক মজে যেতে,
রাজনীতির রংবাজি আজ
হীনমন্যতার হিংসায় থাকে মেতে।
ডাক্তারও যে লৌহ নয়
রক্ত মাংসের গড়া মানুষ,
স্বার্থন্বেষীরা স্বার্থ চিন্তায়
হিসেবের না থাকে হুস।
সদিচ্ছায় সাহস কম
সমন্বয় ভয়ঙ্কর শক্তি
বিষধর নিজের বিষে মৃত্যু
ঔদ্ধত্য ওঝায় মুক্তি।
               -------- রঞ্জন গিরি।