যে জন,
       বিদ্বেষ ছড়ায় জাতির নামে
       ধর্ম উস্কে দিয়ে মানুষ ধরে,
সে জন,
       জাতের খেলায় জাত বোঝাতে
       ধর্মনিরপেক্ষতার মালা পরে।


যে জন,
       সভায় সভায় শ্যামল খোঁজে
       দেশালাই জ্বেলে বিচালী পুড়ে,
সে জন,
       আধ মণ ঘি-এ আদর্শ জ্বেলে
       সূচের ছ্যাঁদার বিচার করে।


যে জন,
       সোহাগ করে সোনার চামচে
       সাত তারাতে বিরিয়ানি খায়,
সে জন,
       আভিনয়ে নিজ অমরত্ব পেতে
       পান্তা জলের গুনগান গায়।


যে জন,
       কোটি টাকার কেশরী খায়
       লাবণ্যতা রাখতে ধরে,
সে জন,
       আশি টাকার আট হাত শাড়ি
       কিসের স্বার্থে অঙ্গে পরে?


যে জন,
       ঘুমের ঘোরেও ঘু ঘু চরায়
       পরের নিন্দায় জাবর কাটে,
সে জন,
       নিজের ঘরে নিত্য সকাল
       পবিত্র রাখতে গোবর ঘাঁটে।


যে জন,
        পাঁচ বছর প্যাঁচে ফেলতে
        পাঁচ দিন জনতার পায়ে ধরে,
সে জনের,
        আর যাই হোক অমরতো নয়
        একদিন ধুলির ঝড়ে যাবে উড়ে।
                       -------- রঞ্জন গিরি।