গরম যখন চরম হয়
             ধনীর কর সেবা ,
কুপায় মাটি হাঁপায় শ্রমিক
               দুঃখীর তুমি কেবা ?


জ্বালায় আগুন ধরায় উনুন
                কাজের মেয়েটা ঘামায় ,
যারা খোঁপা শুকায় সোফায় বসে
                 তাদের শীতল কর হাওয়ায় ।


তোমার গর্বে সরব থাকে
                  যেজন তোমায় গড়ে ,
শান্তি নেই তাই ক্লান্তি হেতু
                    তারা বসে রুমাল নাড়ে ।


আছে কত জীবের মত
                     ভিন্ন তোমার জাতি ,
অর্থ যার স্বার্থ দাও
                      এতো মানুষেরই খ্যাতি !


চাকরের ছা কাঁকরে শুয়ে
                       শরীর করে ঠান্ডা ,
তোমার এ ,সি  রূপে খুশি হয়
                         রাজনৈতিক পান্ডা ।
                       ------------     __  রঞ্জন গিরি ।