টিঁকি রাখ আর টাঁক রাখ
কোন ক্ষতির ক্ষতি নেই,
কেন ধূর্ত সেজে ধর্ম বেচ
অধর্মের রুদ্র আতিথ্যেই?


দাড়ি রেখে দোয়া মাঙ্গো
তাঁর স্মরণে সরম নাই,
কেন ধর্মের বর্ম গায়ে দিয়ে
দ্বেষ ছড়াও দেশত্বতেই?


কেন ধর্মের ধ্বজা হাতে
ধরিত্রীকে ধর্ষণ করো?
চতুর্য্যতার চামড়ায় কেন
জাত নিয়ে জীবন কাড়ো?


ঔদ্ধত্যে কেন অলীক স্বপ্ন
সত্য কেন সারত্বহীন?
সম্ভ্রম কেন সওদাগরের
প্রেয়সী কেন পরাধীন?


স্বার্থে কেন সর্বনাশ ডাক
হিংসায় কেন হিম্মত?
কর্ম কেন আজ কর্তব্যহীন
পাপের কেন এতো পর্বত?
              ------- রঞ্জন গিরি।