পাড়ার হাবু আজকের বাবু
নেতাগিরি করে দেশে,
ফোকটের টাকা করে ফাঁকা
ফিরিস্তির ফাকুম বেশে।


মুখ লাল, ফোলা তাঁর গাল
চিবায় খয়ের দোক্তা পান,
হরেক কাট তাঁর বালের ছাঁট
লাগায় রং বেরংয়ের টান।


হেসে ফিক ফেলে পান পিক
মস্তিতে চলে রাস্তা ঘাটে,
তাঁর রাখতে ঠিক চুলের বিট
সে যে চিরুনী বুলায় ঠাটে।


প্যাণ্ট খাটো হাজার ফুটো
সে এক কানে পরে দুল,
রাস্তায় চলে সে হেলে দুলে
রাখে খাড়া করে চুল।


গরমে তাঁর পোশাক বাহার
শীতে থাকে সে খালি,
সাত রাজার ধন থাকে কিছুক্ষন
খেয়ে নেয় মদিরার গলি।


ইয়ার ফোনে বিদেশী গানে
নাচে আহা উহু করে,
সে থাকে ত্রস্ত ভীষন ব্যস্ত
বেড়ায় মোটর গাড়ি চড়ে।


মায়ের ডাক পিতার হাঁক
গ্রাহ্য না হয় তাঁর মনে,
সুলী সুন্দরী তাঁর কাণ্ডারী
বিষ ঢালে শুধু কানে।
             ------- রঞ্জন গিরি।