নিজের ও পরের গুন কীর্তন
উড়াই আজ কবির কেতন।
পরের পরিবার ছ্যাঁড়ার ছ্যাঁড়া,
নিজের পরিবার বিশ্ব সেরা।
পর স্ত্রীর নাকি লাবণ্য অতি,
আপন স্ত্রী হয় বনের প্রেতি।
পরবাসে নাকি সুখে বাস,
নিজ গৃহকে বলে বনবাস।
পরের বচন নাকি কাটখটটা,
নিজের কথা হয় দুধের মাঠা।
পরের বেটা সদা চুলোয় যাক,
নিজের সন্তানকে বলে সুখে থাক।
পরের সন্তান মিষ্টি ভারি,
নিজের ঘরটা লুকিয়ে ভরি।
পরের মেয়ে নাকি হয় বিশ্রী,
নিজের কন্যা হয় সুশ্রী।
পরলোকে গেলে মহান বড়ো,
ইহলোকে থাকলে কলঙ্কে ভরো।
                   -------- রঞ্জন গিরি।