পিঠে,পিঠের ঝোলা বেঁধে
পিসে দ্বারে এলে,
পিতা মোর দাদা বলে তাঁর
পিঠের খুলে থলে।
পিপের উপর রাখল খুলে
পিঠের থলি খানা,
পিলপিল করে এসে হাজির
পিঁপড়ের নানী নানা,
পিলে চমকে চেয়ে দেখি হায়
পিঠের একি হাল,
পিঁপড়ের গুষ্টি পুষ্টি চাইতে
পিপে লালেলাল।
পিদিম জ্বলে পিপে পিতা মোর
পিঁপড়ে পোড়াতে থাকে
পিঞ্জ মনে পিচুটি চোখে পিসে
পিনাকিকে ডাকে।
পিটন খেয়ে পিঁপড়ের দলবল
পিঠেতে ছড়ায় গন্ধ,
পিঠাপিঠি মোর ছোট পিসিমা
পিছন ঘুরে করে নাক বন্ধ।
পিঞ্জর ভাঙ্গে পিঠের শোকে
পিত্তি পড়ে সবার পেটে,
পিলের আসুক আর পান্ডু রোগে
পিরিতি যায় সবার চটে।
পিঠা হয় হেথা সমাজ কর্ম
পিঠ হয় কর্মযোগী,
পিপীলিকা হয় হেথা দুষ্টু লোক
পিসে হয় কষ্টভোগী।
পিতা হয় হেথা নির্বাক জন
পিসি হয় সূচিবাই,
পিলেতো সবারই খারাপ হবে
পিঠে বাঁচাতে লড়ে যাই।
              -------- রঞ্জন গিরি।