প্রভাতে প্রভাংশু উঠে নিতি
অস্তমিত হয় সদা পশ্চিমে,
জননী মোর জ্বালায় প্রদীপ
ধরনীতে নিগূঢ় আঁধার নামে।


জগদীশ্বর জনক যে মোর
গিয়াছে চলিয়া অনেক দূরে,
বট সম ছায়া বাঁটেনি কেহ
বিষণ্ন আমি যে তাঁর তরে।


তটিনীর তটে বসিয়া বসিয়া
তটস্থ হয় সদা এ মোর প্রাণ,
পথ পানে আজ চাহিয়া চাহিয়া
শেষ হয় মোর কত দিনমান।


ফিরিয়া আসি ফিরিতে রবি
ফেরেনি শুধু পিতা মোর,
আঁখিতে কেবল অশ্রু ঝরে
পিতৃহীনার কভু না হয় ভোর।


অরণ্য দাঁড়িয়ে অনতি দূরে
দেখিয়া মোরে রোদন করে,
আপনজনেরা আপনার বলে
রাখে নাই কেহ হৃদয় পরে।


ভুখা পেটে ভূষণ যে মোর
ভিখারী দিয়েছে লোকে,
নিশি কাটে ক্ষিদের নির্যাতনে
নিত্য নির্বাসনে উদর থাকে।
                 --------- রঞ্জন গিরি।