সবুজ যদি শৌর্যের প্রতীক
সম্বন্ধ কেন সততার নয়,
শীর্ণ বিদীর্ণ আজ শিশু মন
অন্তর তাঁদের অন্তিম হয়।


প্রবঞ্চনার প্রকৃতি তাঁদের
প্রাণবন্ত করছে কারা?
দৃশ্যকটু দৃশ্যমান আজ
সাদৃশ সাধনায় রত তাঁরা।


বিপন্নদের বিপ্লব হবে
বিষাক্ত চিন্তার বিষ দিয়ে?
ললাট ফাটিয়ে লাল রক্তে
লাবণ্য আনবে লাল নিয়ে?


প্রতিশোধ স্পৃহার আগুনে
প্রীতি হারায় দিনে দিনে,
আন্তরিকতা অন্তর ছেড়েছে
আকাশ ছোঁয়া হিংসা কিনে।


সুপ্রিয়র চেয়ে স্বদেশ বড়
স্বধর্মের স্বরূপ বড় নিজের,
তাই বলে কি অপমান করে
তির বিঁধি কেন সু-কাজের?


ভবিতব্য কি আগামীর
ভাবেছ তোমরা কখনো?
অনায়াসে অসত্য শিক্ষা
অবাধে শিখাচ্ছ কেন?


গোধূলি বেলায় গঙ্গা জলে
গৈরিক পর গোসল করে,
ত্যাগীর তকমা থাকে শুধু
ত্যাগ থাকেনা দেহ ঘরে।
            -------- রঞ্জন গিরি।