বিশেষণের বিশেষণই বিষ্ণু
প্রীত পিতাম্বরই হয় প্রণব,
নির্বিষ নির্মলতাই নারায়ণ
মৃন্ময় মনুষ্যত্বতাই মানব।


সৌহার্দ্যের স্নিগ্ধ সৌন্দর্য্যতা
প্রণবের প্রেমমন্ত্র প্রাণময়,
উন্মুক্ত উদারতার উত্তমতায়
লোকখ্যাতির লাবন্যে জ্যোতির্ময়।


গরিমাহীন গৌরবান্বিত জ্ঞান
হাস্যমুখাকৃতি হৃদ্যতায় হরাত্মা,
কর্তব্য কর্মে কামনাহীন কায়া
মহৎ গুণান্বিত মহান মহাত্মা।
                 -------- রঞ্জন গিরি।