নগ্নতায় নোঙর ফেলেছ
নৌকা বেঁধেছ নদের পরে,
সে উল্টে গিয়ে উবে যাবে
উগ্রতা উজানের পাকে পড়ে।


ক্ষনিকের ওই খরস্রোতে
ক্ষতির কোন খাতির নেই,
লীন হবে লগির লাবণ্যতা
লাজহীন লাশ হবে যেই।


শ্রীনিবাসের শ্রীর সমাপ্তি হবে
সত্যজিৎ স্মৃতি পড়ে সাগরে,
শতায়ুর সর্বশেষ সূক্ষ ভ্রমে
স্বাতন্ত্রতার সরূপ শাঁপে মরে।


পরিমলহীন পরিচয় পরিণতি
পাপাত্মার প্রবেশ পাকস্থলীতে,
শিথিলতায় সংজ্ঞাহীন শরীর
সলিলে সমাধি ক্ষীনচেতা সহবতে।
                    -------- রঞ্জন গিরি।