মনুষ্যত্ব বেচে পশুত্ব কিনে
মানবিকতায় করো খুন,
বিশ্বস্থতায় যার দাসত্ব করো
সে বিবেকে ধরাবে ঘুণ।


লোহার সেজে বিহার করো
তুমি দূর্বলে করো প্রহার,
আঘাতে আঘাতে আঁত মেরে
কেড়ে নাও তাঁর আহার।


পাতাল প্রবেশ মাতাল হয়ে
বেতাল করলে জীবন,
আসারত্ব হয় বীরত্ব তোমার
বিচারে তুমি হও যবন।


বিষাক্ত বিষ ছোবলে ওঁরা
বেকারত্বের নেয় সুযোগ,
জানোয়ার সাজায় জগতে
জঙ্গিতে করিয়ে যোগ।


স্বার্থ ফুরোলে ব্যর্থ করবে
অমূল্য অতুল তব প্রাণ,
সতর্ক থেকো বিতর্ক থেকে
রক্ষা করো ঈশ্বরের দান।
                 ------- রঞ্জন গিরি।