প্রিয় বরেণ্য!
             পরম শ্রদ্ধেয় কবি ও কবিতার আসরের স্বনামধন্য শ্রেষ্ট কবি শ্রী যুত লক্ষণ ভাণ্ডারী মহাশয় আমাকে রসসিন্ধু উপাধিতে ভূষিত করিয়াছেন, তবে আমি সেই সম্মানের যোগ্য কিনা জানিনা।তবুও তাঁহার ভূষিত সম্মানজনক উপাধিকে যথায়ত সন্মান জানাইয়া আমি তাহা নত মস্তকে গ্রহণ করিলাম।এবং তাঁহাকে উদ্দেশ্য করিয়া এই ছোট কবিতাখানি তাঁহার শ্রী চরণে অর্পণ করিলাম।.............


                    রসসিন্ধু
                     --------  রঞ্জন গিরি।
প্রীত হলাম হে বরেণ্য
      তব শ্রী কলমের ভূষণে,
              ভীতি তবু দেয় যে তাড়া
                   মোর হৃদয়ের এক কোনে।


রসসিন্ধু উপাধি মোরে
         দিলেন যে সবে মিলে,
               বন্ধুবর ও পড়শী মোরে
                            ঠোঁট কাটা কবি বলে।


আজ আমি নত মস্তকে
         গ্রহীনু এই উপাধি খানা,
                 উজাড় করা ভালবাসায়
                      মোর হৃদয় করেছি কানা।


শ্রদ্ধা অবনত মস্তকে আমি
        তব কবিগুনে প্রণাম করি,
                প্রণম্য হে বরেণ্য কবিবর
                          রেখো মোরে বুকে ধরি।
                                  -------- রঞ্জন গিরি।