শালের হাল বড়ই বেহাল
সাকিন তার পদতলে,
নানার গামছায় নিগুড় প্রেম
নাল বাজায় কাছায় ঝুলে।


উত্তোরি গায়ে জুয়াচ্চুরিতে
উদ্ধার হয়ে উদর ভরে,
সত্য পীরের শিন্নি ফেলে
সগর দাঁতে সাগর চিরে।


পালাতে নারে পাপের ভয়ে
পাতলা ডালে পাতপেড়ে খায়,
মজুরের মতো হুজুরের পায়ে
মুখোশ পরে তেল লাগায়।


পিতল দেখে শীতল মনে
প্রীতি উথলে সোনার দরে,
কাসুন্দি ঘেঁটে কাককে খাইয়ে
কা কা করে তার পিছন ধরে।
               ------- রঞ্জন গিরি।