জানোয়ার হয়ে
জঙ্গলে থাকি,
জাতে জাত দেয় গুঁতো,
সাধ নেই আর
স্বাধীন হতে,
সাঁই!স্বাদ বড়ো তার তেতো!


শুক্র ক্ষয়ে
সংসার জঙ্গলে,
ষাঁড় হয়ে সঙ সাজি,
বাবুদের বাসি
বাসর উছ্বিষ্ট
বাঃ!বলে ধরি বাজী।


বাতেলা বাতে
বড়ো যে ওঁরা,
বাতিহীন ব্রহ্মা মরে,
খোসাহীন বাদাম
খপাখপ খায়,
খোসা বেছে দীন ঝরে।


সাহা'র সারমেয়
স্বাধীন বলে নিজে,
সুখ খায় সে শূলে বসে,
ঘটা করে হাসে
ঘুণ ধরা দেহে,
ঘুরপাক খায় সাহা'র পাশে।


সুন্দর বন
সুশ্রী বড়ো,
শ্রীহীন শ্রীমান মানুষ গুলো,
পিরিতি কথা
প্যাচ বড়ো ভারি,
পাঁকে পড়লে পোঁদে হুলো।
              -------- রঞ্জন গিরি।