সমালোক শ্রদ্ধেয়! শত্রু নয়
তিঁনি সৃষ্টির শ্রীবৃদ্ধির জন্য,
ভুলকে যে জন ভালো বলে
তিঁনি মানুষের মুখোশে বন্য।


অনন্যক হতে অন্যায় অধ্যয়ন
অহং-এর অতীন্দ্রিয়তা বোধ,
অমোঘ চিন্তায় অমরত্ব লাভে
অধমের আসে অতি ক্রোধ।


ইরায় ঈর্ষিত জ্ঞানের ঈশায়
ইন্দ্রিয় দেখে ঈশ্বর জ্ঞান,
ইতির আলিঙ্গনে ইমারতী চিন্তা
ইচ্ছেতে মরে ইতর প্রাণ।


সময়ের সমৃদ্ধিতে স্বজন নয়
সুখহীন সন্ধ্যায় স্বজন আসে,
বিকৃত রুচির বৈভব বিতরণ
বিহারীর সুখে বনানী হাসে।


সত্যে স্বাতন্ত্রতা আছে ঠিকই
সর্বত্র সত্য সহায়ক নয়,
সত্যের শ্বাসেও সতীর্থ মেরে
সন্ন্যাসীরও সত্যনাশ হয়।
            --------- রঞ্জন গিরি।