আমি  জগৎ সেরা জ্যোতিষ নই,
আমি   জগতের জ্যোতির্ময়ও নই;
আমি   ইনসানের ঈশ্বর নই,
আমি   ঈশ্বর ইনসানিয়াতের দূত নই,
আমি   সদর্থক স্যাটেলাইট নই,
আমি   সমস্যা তৈরির সাংবাদিক নই।
আমি   তবু তমসার তিথি খুঁজে পাই.........


মানুষ   কপটতার কপাট খুলেছে,
মানুষ   লোভে লম্বা হয়ে গেছে,
মানুষ   লালসায় তাঁর লজ্জা মেরেছে,
মানুষ   হিংসায় আজ হিম্মত ধরেছে।


আজ   বাক্য বিষে ভরে গেছে বসুন্ধরা,
আজ   ন্যায়ের নয়ন খায় তাড়া,
আজ   ভাতৃত্ব মরে ভাইয়ের দ্বারা,
আজ   মনুষ্যত্ব বিশ্লেষণ করে আমানুষেরা।


কিছু   আইন এখন আদালতে শুকায়,
কিছু   বিচারপতি বিবেক বেচায়,
কিছু   খুনের খুনী সাধুর সন্মান পায়,
কিছু   ডাকাত ডাকাতিতে ক্লিনচিট পায়।


দেখি   পবিত্র কোরান, গীতায় পাপীর হাত,
দেখি   আসামী আদালতকে করে কুপকাত,
দেখি   সৎ মানুষ গুলো কাঁদে সারারাত,
দেখি   অসৎ পায় বসে আমোদের স্বাদ।


কেহ   প্রভুত্ব পেতে প্রলোভন ছাড়ে,
কেহ   প্রভাব খাটাতে পাপ ধরে,
কেহ   পুণ্যি করতে যায় পাপের ঘরে,
কেহ   জঙ্গি বানায় ভালোকে জোর করে।


যখন   মিথ্যার জন্য আজ মানুষ মরে,
যখন   ন্যায়ের বিচার কেহ নাই করে,
যখন   চোরের বিচার চোর করে,
যখন   জল্লাদ থাকে সারা জগৎ জুড়ে।


তখন   মানুষ এটোম ব্যোম মুক্তি পাবে,
তখন   কান্নার জন্য সেথা কুকুরও না রবে,
তখন   তুখোড় তাবড় সব ধুলায় যাবে,
তখন   বিবর্ণ বিশ্ব একা একা পাক খাবে।


তাই   সময় থাকতে সবে সংযত হও,
         প্রীতিতে পৃথিবীর আপন হও,
         জগতে জাত বিচারে তুমি কেহ নও,
         মানুষ হয়ে মানবিক মুখ নাও।
                            --------- রঞ্জন গিরি।